আগরতলা : রাজধানীতে সচেতনতামূলক রেলি আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবসে। বৃহস্পতিবার ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে হয় রেলি।এদিন রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয় রেলি।আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় রবীন্দ্রভবনের সামনে শেষ হয়। কর্মসূচীতে উপস্থিত থেকে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ তপন মজুমদার বলেন ২৬ জুন আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস। এই দিনটিকে কেন্দ্র করে এই সচেতনতামূলক রেলি। উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। ত্রিপুরা রাজ্য বর্তমানে একটা চ্যালেঞ্জের মুখে দাড়িয়ে। মাদক দ্রব্য অপব্যবহারের ফলে সমাজের অনেক ক্ষতি হচ্ছে। তার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা বাড়ানো। এদিন রেলিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃতপন মজুমদার সহ সোসাইটির কর্মকর্তারা। এদিন রেলিতে ছাত্র- ছাত্রী সহ সংশ্লিষ্টরা অংশ নেন।
রাজধানীতে সচেতনতামূলক রেলি আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবসে
18