আগরতলা : রাজ্য জুড়ে চলছে রেশন কার্ড হোল্ডারদের মধ্যে পিভিসি রেশন কার্ড বিতরণ। শনিবার আগরতলা পুর নিগমের ৭২ নং সরকারি ন্যায্য মূল্যের দোকানে রেশন কার্ড হোল্ডারদের মধ্যে পিভিসি রেশন কার্ড প্রদান করা হয়। একই সাথে পূজার মরশুম উপলক্ষ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক ভোক্তাদের মধ্যে বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ৮ নং টাউন বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেব, ৭২ নং সরকারি ন্যায্য মূল্যের দোকানের ডিলার শেখর আচার্য সহ অন্যান্যরা। বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেব জানান ত্রিপুরা সরকার এইবার পূজা উপলক্ষ্যে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা প্রদান করছে। তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জানান পিভিসি রেশন কার্ডের ফলে রাজ্যবাসি উপকৃত হবে। তিনি আরও জানান ডিজিটাল ব্যবস্থাপনার একটি অংশ হল পিভিসি রেশন কার্ড।
পুর নিগমের ৭২ নং সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন কার্ড হোল্ডারদের দেওয়া হল পিভিসি রেশন কার্ড
13