আগরতলা : সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির চতুর্থ পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। রাজধানীর মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রমা দাস, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যান্য নেতৃত্ব সহ পশ্চিম জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত প্রতিনিধিরা। সম্মেলনের শুরুতে উপস্থিত সকলে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শুরু হয় সম্মেলনের কাজ। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রমা দাস জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা সম্মেলনে পশ্চিম জেলার চারটি মহকুমা থেকে প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছে। বর্তমানে দেশ ও রাজ্যে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সম্মেলনের যে প্রক্রিয়া চলছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এইদিন কেন্দ্রিয় ও রাজ্য সরকারেও তীব্র সমালোচনা করেন।
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ভানু ঘোষ স্মৃতি ভবনে
13