আগরতলা : ট্রায়াল রান সম্পন্ন হল বাংলাদেশের গঙ্গা সাগর রেলস্টেশন থেকে ত্রিপুরার নিশ্চিন্তপুর স্টেশন পর্যন্ত। এদিন ট্রায়াল রান দেখতে সীমান্তে প্রচুর উৎসুক মানুষ ভিড় করেন। বাংলাদেশের তরফে কয়েকদিন আগেই ৪ টি বগি নিয়ে সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত মাল বাহী বগির ট্রায়াল রান সম্পন্ন হয়। সোমবার পূর্ব ঘোষণা মতো গঙ্গা সাগর স্টেশন থেকে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরার নিশ্চিনপুর রেল স্টেশন পর্যন্ত আসে ৬ বগি নিয়ে ট্রায়াল রান সম্পন্ন করা হয়। সোমবার সকালে হয় এই ট্রায়াল রান বাংলাদেশের তরফে। এদিন মালবাহী ট্রেনে সফর সঙ্গী ছিলেন প্রায় ১৫-২০ জনের মতো। ট্রেনের লোকো মাস্টার খুব খুশি ডেমো ট্রেন নিয়ে প্রথমবার উত্তর-পূর্ব ভারতে আসতে পারায়। তিনি জানান, ট্রেন পরিষেবা পুরো ভাবে যখন চালু হবে তখন খুবই ভালো হবে। প্রথম লাইনে ট্রেন নিয়ে আসার অনুভুতি অন্যরকম। ভাষায় প্রকাশ করার মতো নয়। নতুন রেল ট্র্যাক ভালই। এদিকে বাংলাদেশের তরফে ডেমো মালবাহী বগি নিয়ে ত্রিপুরায় প্রথম আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছে ট্রেন পরিচালক বলে জানান। তিনি জানান ট্রেন পরিষেবা চালু হলে বাংলাদেশের লোকজন ভারতে চিকিৎসা পরিষেবা নেওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন।এদিকে এদিন নিশ্চিন্তপুর স্টেশনে এন-এফ রেলওয়ের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে ডেমো মালবাহী ট্রেনের ট্রায়াল রান দেখতে প্রচুর মানুষ স্টেশনে ভিড় করেন। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ভাবে মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চালুর।
আখাউড়া আগরতলা ট্রেনের ট্রায়াল রানেই উপচেপড়া ভিড়
ট্রায়াল রান সম্পন্ন হল বাংলাদেশের গঙ্গা সাগর রেলস্টেশন থেকে ত্রিপুরার নিশ্চিন্তপুর স্টেশন পর্যন্ত
706
previous post