আগরতলা : দুই-তিন বছর ধরে তথ্য-সংস্কৃতি দপ্তর ও আগরতলা পুর নিগম কার্নিভালের আয়োজন করে আসছে রাজধানীতে। আগরতলা সিটি সেন্টারের সামনে হয় মূল অনুষ্ঠান স্থল। রাজধানীর বিভিন্ন পূজা উদ্যোক্তা একে একে নিজেদের অনুষ্ঠান পরিবেশন করে হাওড়া নদীর দশমীঘাটে প্রতিমা নিরঞ্জন করে। মায়ের গমন নামে এই অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে শহরে। যেসব পূজা উদ্যোক্তা এই মায়ের গমন অনুষ্ঠানে অংশ নেয় তাদের মধ্যে থেকে সেরা পারফরম্যান্স প্রদর্শন যারা করেন তাদের পরবর্তী সময়ে পুরস্কৃত করা হয়। এবছর কার্নিভাল হবে বৃহস্পতিবার ২৬ অক্টোবর। মঞ্চ তৈরি আলোক সজ্জার প্রতসুতি শুরু হয়ে গেছে দুই দিন আগে থেকেই। বুধবার দেখা গেল শ্রমিকদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আশাব্যক্ত করেন এবছরও প্রচুর পূজা উদ্যোক্তা এই কার্নিভালে অংশ নেন। সমাগম ঘটবে ব্যাপক সংখ্যায় দর্শনার্থীর।
কার্নিভালের প্রস্তুতি চলছে জোর কদমে
173
previous post