আগরতলা : যোজনা শুধু ঘোষণা করাই নয়, সেগুলি যাতে ১০০ শতাংশ সফল হয় সেই দিশায় কাজ করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেক্লেই প্রকৃত অর্থে গরিবদের উন্নয়ন শুরু হয়েছে। শনিবার রাজধানীর ভগত সিং যুব আবাসে প্রধান মন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে কর্মশালায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন প্রদেশ বিজেপির তরফে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিধায়ক, পঞ্চায়েত স্তরের জন প্রতিনিশি সহ অন্যরা অংশ নেন। এক দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তরপ্রদেশের কারাগার ও হোমগার্ড মন্ত্রী ধরমবীর প্রজাপতি, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, তাপস মজুমদার সহ অন্যরা।বিশ্বকর্মা যোজনা নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ১৩ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী রেখেছেন এই যোজনার সুবিধভোগীদের জন্য। যাদের কথা কখনো কেউ ভাবেনি তাদের জন্য প্রধানমন্ত্রী যোজনা রেখেছেন। এর উদ্দেশ্য এই অংশের মানুষের দক্ষতাকে আরও বৃদ্ধি করা। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, সব বিষয়ে গ্যারান্টি দিচ্ছেন প্রধান মন্ত্রী। গ্যারান্টিরও গ্যারান্টি যিনি দিচ্ছেন তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গরিবদের নিয়ে প্রধান মন্ত্রী বিভিন্ন প্রকল্প করেছেন। এগুলির যাতে ১০০ শতাংশ সফলতা আসে সেই দিশায় কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে কর্মশালা
154