ত্রিপুরা আগরতলা : সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ক্যুইন ভ্যারাইটির আনারস উপহার হিসেবে পাঠিয়েছিলেন। আগরতলা- আখাউড়া সু-সংহত স্থলবন্দর দিয়ে এই আনারস পাঠানো হয়। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জন্য উপহার স্বরূপ আম, মাছ ও রসগোল্লা পাঠান। বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের আধিকারিকরা তা রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে তুলে দেন।এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে চারশো কেজি হাড়ি ভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ মাছ ও রসগোল্লা পাঠানো হয়। উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের প্রথম সচিব মোহম্মদ রেজাউল হক চৌধুরী সহ অন্যরা। মুক্তি যুদ্ধের আগে থেকে ত্রিপুরার সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে।দুই দেশের মধ্যে সেই সুসম্পর্ক এখনো বজায় রয়েছে বলে জানান আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের প্রথম সচিব। তিনি বলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের যে হৃদ্যতা, আত্মিক সম্পর্ক তা আরও দৃঢ় হবে। ভবিষ্যতে দুই প্রতিবেশী আরও এগিয়ে যাবে।প্রতিবছরই এই মরশুমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে যেমন আম পাঠানো হয় তেমনি ত্রিপুরা থেকে আনারস পাঠানো হয়।
আখাউড়া দিয়ে বাংলাদেশ থেকে মুখ্যমন্ত্রীর জন্য এলো আম -ইলিশ
742
previous post