আগরতলা : দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল রাস্তা। জল নিকাশের জন্য নেই ড্রেন। ফলে বর্ষাকালে সমস্যায় পড়তে হয় লোকজনকে।বাড়ি ঘরে ঢুকে যায় জল। এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য। এই সমস্যা রাজধানীর দক্ষিণ জয়নগরের ঘোষপাড়া এলাকা পর্যন্ত। অবশেষে শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এলাকাটি পরিদর্শনে যান। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটর। মেয়র এদিন রাস্তাটি পরিদর্শন করে জানান, কিছু দিনের মধ্যে এলাকার লোকজনের সঙ্গে কথা বললেন যাতে রাস্তা ড্রেন করতে গিয়ে জায়গার সমস্যা না হয়। তিনি জানান, চেষ্টা থাকবে এক মাসের মধ্যে সমস্যা সুরাহার।যাতে রাস্তার পাশাপাশি ড্রেন তৈরি করে দেওয়া যায়।
রাস্তা- ড্রেন সমস্যার সুরাহার আশ্বাস দিলেন মেয়র
277
previous post