আগরতলা : পিতলের কালি মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজধানী লাগোয়া নন্দননগর পালপাড়া এলাকায়। ধর্মপ্রাণ মানুষ এই মূর্তিকে ঘিরে শুরু করেছেন পূজার্চনা। জানা গেছে পাল পাড়ার নিতাই রুদ্রপালের বাড়িতে শিব চতুর্দশীর পরের দিন কালি পূজা হয়। পূজার দিনে এই বাড়িতে ঘটে এক অলৌকিক ঘটনা। নিতাই রুদ্রপালের ছেলে বাড়ির টিউবওয়েলে লাগানো মোটর দিয়ে জল তুলতে যান। কিন্তু দেখা যায় জল উঠছে। পরে ঘটনাটি সে তাঁর বাবাকে জানায়। তাঁর বাবাও অনেক চেষ্টা করে জল তুলতে পারেন নি। পরে টিউবওয়েল খুলে মেরামত করার চেষ্টা করেন। তখনই দেখতে পান টিউবওয়েলের মধ্যে আটকে আছে একটি পিতলের কালি মূর্তি। তা দেখে হতবাক হয়ে যান নিতাই রুদ্রপালের বাড়ির লোকজন। ঘটনা জানাজানি হতেই ভিড় জমান স্থানীয়রা। শুরু হয় পিতলের কালি মূর্তিকে পূজার্চনা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির লোকজন চাইছেন কালি মায়ের পূজার্চনা চালিয়ে যেতে।
কালি মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
205
previous post