আগরতলা : কলেজগুলিতে শিক্ষক সংকট চলছে। প্রায় ৪ বছর ধরে সংকট নিরসনের দাবি জানিয়ে আসছে অল ত্রিপুরা গেস্ট লেকচারারস এসোসিয়েশন ও ত্রিপুরা নেট- স্লেট, পি এইচ ডি ফোরাম।কিন্তু নিয়োগ নেই। রবিবার দুই সংগঠনের বৈঠক হয় আগরতলা প্রেস ক্লাবে। এর পরে সাংবাদিকদের মুখোমুখি হন নেতৃত্ব। তারা বলেন, কলেজগুলিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে শিক্ষক সংকট দূর করার জন্য। অভিযোগ এই গেস্ট ফ্যাকাল্টিরাও সময়মতো বেতন পাচ্ছেন না। অনিশ্চিত জীবন অতিবাহিত করছেন। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য দপ্তর ও মুখ্যমন্ত্রী উদ্যোগ নেবেন বলে তারা আশাবাদী। এদিন তারা কিছু দাবি রাজ্য সরকারের কাছে তুলে ধরেন। রাজ্যে কলেজ গুলিতে পড়ে থাকা সহকারী অধ্যাপকের পদগুলি পূরণ করা, গেস্ট ফ্যাকাল্টিদের রেগুলার ভাবে নিয়োগ করা হোক সিস্টেম করার দাবি জানান। তা যাতে স্থায়ী হয় এর ব্যবস্থা করার দাবি জানান অল ত্রিপুরা গেস্ট লেকচারারস এসোসিয়েশন ও ত্রিপুরা নেট- স্লেট, পি এইচ ডি ফোরামের নেতৃত্ব।
রাজ্যের মহাবিদ্যালয়গুলির শিক্ষক সমস্যা কবে মিটবে?
180
previous post