আগরতলা : স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা দিতে আসা মহিলা মহাবিদ্যালয়ের জনজাতি ছাত্রীরা নিরাশ হয়ে ফিরছেন। অভিযোগ তাদের আবেদনপত্র জমা রাখছেন না স্টাইপেন্ড সেকশনের দায়িত্বে থাকা কর্মচারী। এই অবস্থায় সমস্যা নিরসনের জন্য সোমবার বাম ছাত্র সংগঠন উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষার কাছে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি নেতাজী দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা। সুজিত ত্রিপুরা জানান জনজাতি কল্যাণ দপ্তরের গাইড লাইনে রয়েছে হোস্টেল ছাড়াও জনজাতি পাঁচজন পড়ুয়া একসঙ্গে কোথাও ভাড়া থাকলে তাদের স্কলারশিপের ক্ষেত্রে ভাড়া দেওয়া হয়। সেই নিয়মে রাজধানীর এম বি বি ও বি বি এম কলেজে দেওয়া হলেও ব্যতিক্রম মহিলা মহাবিদ্যালয়ের ক্ষেত্রে বলে অভিযোগ।সমস্যা সুরহা নাহলে জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশনের পাশাপাশি জোরদার আন্দোলনের হুমকি দেন নেতৃত্ব।
মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষার কাছে ডেপুটেশন দিলেন টি এস ইউ নেতৃত্ব
163