আগরতলা : ভর্তুকিতে সরকারি ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে গোমতী ডায়েরির দুগ্ধজাত পণ্য দেওয়ায় খুশি গ্রাহকরা। তাদের মতে এভাবে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস দেওয়া হলে উপকৃত হবেন সব গ্রাহকরা। খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি রেশনের মাধ্যমে গোমতীর দুগ্ধজাত পণ্য ঘি, দই, পনির ও আইসক্রিম দেওয়ারর কর্মসূচী চালু করে। প্রাথমিকভাবে সদরের ১৫ টি রেশন শপের মাধ্যমে দেওয়া শুরু হয়েছে । মুখ্যমন্ত্রীর হাত ধরে এর সূচনা হয়েছে।গ্রাহকদের মধ্যে বেশ সাড়া পড়েছে। নির্দিষ্ট রেশন শপে গিয়ে গ্রাহকরা অন্যান্য জিনিসের সঙ্গে এসব সামগ্রী নিয়ে আসছেন সুলভ মূল্যে। এতে খুশি গ্রাহকরা। তারা জানান রেশনের মাধ্যমে সব জিনিস দেওয়া হলে উপকৃত হবেন তারা। এদিকে এক রেশন ডিলার মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এসব জিনিস রেশনের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। তিনি জানান গ্রাহকরা উনার রেশনশপে ভিড় করছেন গোমতীর দুগ্ধজাত পণ্য নেওয়ার জন্য। তিনি জানান, ভোক্তারা চাইছেন রেশন সপ থেকেই যাতে সব জিনিস ক্রয় করতে পারেন। খাদ্যমন্ত্রী হিসেবে সুশান্ত চৌধুরী আসার পরে সব জিনিস গ্রাহকদের ঠিক ভাবে দেওয়া যাচ্ছে বলে ডিলার জানান।
গোমতীর পণ্য পেয়ে খুশি গ্রাহকরা
135
previous post