আগরতলা : প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের মানুষ যারা এই পরিষেবার আওতায় আসেননি তাদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। সকলকে স্বাস্থ্য বিমার আওতায় আনতে পি এম জন আরোগ্য যোজনায় আদলে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হয়। চলতি মাসের ১৫ তারিখ এর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। এই যোজনায় সুবিধাভোগীরা বছরে ৫ লাখ টাকার স্বাস্থ্য সুবিধা পাবেন নির্দিষ্ট করা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে। মুখ্যমন্ত্রী এই যোজনা চালু করায় উনাকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন মণ্ডলে বিজেপির তরফে মিছিল করা হচ্ছে। শনিবার রামনগর মণ্ডলের তরফে হয় ধন্যবাদ রেলি। এদিন দুর্গা চৌমুহনী বিপণী বিতানের সামনে থেকে বের হয় রেলি।এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ অন্য কার্যকর্তারা। মণ্ডল সভাপতি এদিন বলেন, মুখ্যমন্ত্রীর জন্য রাজ্যের সকল অংশের মানুষ গর্বিত-আপ্লুত। মুখ্যমন্ত্রী শুধু সার্বিক উন্নয়নই নয়, রাজ্যের স্বাস্থ্যের উন্নয়নেও বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন। এদিনের ধন্যবাদ রেলিতে মণ্ডল এলাকার প্রচুর নারী- পুরুষ অংশ নেন।
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রামনগর মণ্ডলে রেলি
166