আগরতলা : রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে ডগ কার্নিভাল। ৩ মার্চ ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং পসম সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে হবে বিশাল ডগ কার্নিভাল। ব্রিশপ্তিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কনভেনার ডাঃ প্রীতম সরকার, কমিটির চেয়ারম্যান ডাঃ অনাদি শঙ্কর ভট্টাচার্য,ডক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ সুজিত সাহা সহ অন্যরা। তারা জানান এই অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির কুকুর এবং দেশী কুকুর অংশগ্রহন করবে এবং তাঁদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। তাঁর মধ্যে আছে ফেন্সি ড্রেস, ওয়েল গ্রুমড, স্কিন অ্যান্ড কোট, দেশী কুকুরদের রাউন্ড। কুকুরের বিশেষ ট্রেনিং থাকা বাধ্যতামূলক নয়। প্রতিযোগিতার বিচার হবে তাঁদের সৌন্দর্য্য দেখে। বহিঃ রাজ্য থেকে বিচারকরা আসছেন এই প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করার জন্য। প্রায় দুই শতাধিক কুকুর এই অংশগ্রহণ করবে। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং কেন্দ্রীয় সংশোধনাগারের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের বিশেষ প্রদর্শনী।অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তফসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যরা।
ডগ কার্নিভাল হবে আস্তাবলে ৩ মার্চ
136
previous post