76
আগরতলা : ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার আগরতলা- মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনের ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোন হতাহতের খবর নেই। জানা গেছে বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে আগরতলা থেকে ছেড়েছিল এক্সপ্রেসটি। লামডিং- বদরপুর হিল সেকশনের লামডিং বিভাগে ডিবালং স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। পাওয়ার কার, ট্রেনের ইঞ্জিন সহ ৮ টি বগি লাইন চ্যুত হয়।উদ্ধারে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। জানা গেছে লামডিং- বদরপুর সিঙ্গেল লাইন সেকশনের উপর দিয়ে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।