আগরতলা : ভারতীয় লোকতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য রাহুল গান্ধী লড়াই করে যাচ্ছেন। নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। বুধবার মৌন সত্যাগ্রহে একথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীকে অনৈতিক ভাবে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। আদালতের রায়ও রাহুল গান্ধীর বিপক্ষে গেছে। এর প্রতিবাদ জানিয়ে এদিন সারা দেশে মৌন সত্যাগ্রহ কর্মসূচী পালন করে কংগ্রেস। ত্রিপুরায়ও প্রদেশ কংগ্রেসের তরফে মৌন সত্যাগ্রহ পালন করা হয় আগরতলা গান্ধীঘাটে। সেখানে প্রথমে শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জারিতা লাইটফ্লাং, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেতা মানিক দেব সহ অন্যরা। এদিন তাঁরা মুখে কালো ব্যাজ পরে মৌন সত্যাগ্রহে বসেন। মৌন সত্যাগ্রহে বসে বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, দেশের সমস্ত স্তম্ভকে গুঁড়িয়ে দিতে চাইছে বিজেপি সরকার। গণতন্ত্র প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে তিনি আশা প্রকাশ করেন রাহুল গান্ধী বিচার পাবে। সুদীপ বাবুর বিশ্বাস ভারতে গণতন্ত্র এতো দুর্বল নয়, ষড়যন্ত্রকারীদের হাতে পরাস্ত হবে। আগামী দিনে রাহুল গান্ধীর হাত ধরে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে। এই প্রত্যাশা বিধায়ক সুদীপ রায় বর্মণের।