আগরতলা : পটুনগর বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এলাকার উচ্চ বিদ্যাল্যকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। শিক্ষা ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করা রাজ্য সরকার এবছর পশ্চিম জেলার ৫ টি স্কুলকে দ্বাদশ মানে উন্নীত করেছে। এর মধ্যে পটুঁনগর স্কুলও রয়েছে। শুক্রবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা হয়। প্রথম অবস্থায় কলা বিভাগ দিয়ে শুরু হয়েছে। ধীরে ধীরে অন্য বিভাগ চালু করা হবে। এদিন বিদ্যালয়েই হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জ্লা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস ,পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস জানান, দাবি করার বিষয় নেই সরকারি পরিকল্পনা মাফিক সব কিছু করে দিচ্ছে। তাতে এলাকার উন্নয়ন হচ্ছে। দ্বাদশ মান উন্নতি হওয়ায় খুশি এলাকার মানুষ।
দ্বাদশে উন্নীত হল পটুনগর স্কুল
222