আগরতলা : ম্যালেরিয়া প্রতিরোধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে মশা নিধনে শহরের ড্রেনে ছাড়া হল গাম্বুসিয়া মাছ। শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়রের উপস্থিতিতে অবলা চৌমুহনীতে মাছ ছাড়া হয় জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে।মশাবাহিত রোগ ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এসময়ে দেখা যায়। তাই আগরতলা পুর নিগম এলাকায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গাম্বুসিয়া মাছকে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশন থেকে।মশার লার্ভা নিধনে বিভিন্ন নর্দমা য় মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা শহরের নর্দমা গুলি হল মশার আঁতুড় ঘর। নালার বদ্ধ জলাশয়ে মশা বংশ বিস্তার করে থাকে৷বিভিন্ন ধাপ অতিক্রম করে মশার ডিম হতে মশা জন্ম নেয়৷ এরই একটি ধাপ হল লার্ভা৷ গাম্বুসিয়া মাছের অতি প্রিয় খাবার হল এই লার্ভা৷লার্ভা নিধন করা হল নাকি গাম্বুসিয়ার কাজ৷ এজন্যই মশার লার্ভা নিধন করতে আগরতলা শহরের বিভিন্ন ড্রেনে গাম্বুসিয়া মাছ ছাড়ার পদক্ষেপ জাতীয় স্বাস্থ্য মিশনের। সপ্তাহব্যাপী শহরের বিভিন্ন ড্রেনে এগুলি ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস। তিনি জানান, নর্দমা কিংবা জমা জলে ম্যালেরিয়া লার্ভার জন্ম হতে পারে। প্রতিবছর নর্দমায় গাম্বুসিয়া মাছ ছাড়া হয়।ম্যালেরিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে এটা একটা পদক্ষেপ।প্রসঙ্গক্রমে বিনয় ভূষণ দাস জানান, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সম্প্রতি ধলাই ও উত্তর জেলা পরিদর্শন করেছেন। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার ভিডিও কনফারেন্সে সমস্ত জেলাশাসক,বিডিও-দের সঙ্গে বৈঠক করেন। মানুষ যাতে সুরক্ষিত থাকেন এবং ম্যালেরিয়া প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন স্বাস্থ্য সচিব।
নর্দমায় ছাড়া হল গাম্বুসিয়া মাছ
175