আগরতলা : রাজ্যের জেলা হাসপাতালগুলিকে শক্তিশালী করা হচ্ছে যাতে আগরতলা জিবি হাসপাতালে রেফার কম হয়। রাজ্যের চারটি জায়গায় ট্টমা সেন্টার খোলা হয়েছে। আরেকটা ধর্মনগরে শুরু হওয়ার পথে।ধলাই জেলা হাসপাতালে কার্ডিয়াক সেন্টার খোলা হয়েছে। শুক্রবার আগরতলায় বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের বর্ষপূর্তিতে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছর এই ডায়াগনস্টিক সেন্টার বর্ষপূর্তিতে রক্তদান শিবির করে। এবছর সংস্থার ২৬ তম বর্ষপূর্তি। শুক্রবার প্রতিষ্ঠানেই হয় শিবিরটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা ও রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শুভকরানন্দজী মহারাজ। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,আগরতলা শহরে কোন জেলা হাসপাতাল না থাকায় জিবি হাসপাতালের উপরে অনেক চাপ পড়ে। জিবির শয্যার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন এমন আরেকটা হাসপাতাল গড়ে তোলা যায় কিনা, তাহলে জিবি হাসপাতালের উপরে চাপ অনেকটা কমবে। রাজ্যের জেলা হাসপাতাল গুলিকে শক্তিশালী করা হচ্ছে যাতে আগরতলা জিবি হাসপাতালে রেফার কম হয়। রাজ্যের চারটি জায়গায় ট্টমা সেন্টার খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় মেডিক্যাল হাব তৈরির চিন্তা ভাবনা আছে।ডেন্টাল, নার্সিং কলেজ চালু করা হয়েছে।
রাজ্যের জেলা হাসপাতালগুলিকে শক্তিশালী করা হচ্ছে- মুখ্যমন্ত্রী
145