আগরতলা : বাড়ি থেকে কাজে যাওয়ার পথে যান দুর্ঘটনার বলি ফের এক যুবক।মৃতের নাম সম্রাট ওরাং।হাঁপানিয়া টি এম সিতে ছুটে যান বিধায়িকা অন্তরা সরকার দেব। পথ দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়।কমলাসাগর বিধানসভার অধীন হরিশনগর চা বাগান এলাকার বাসিন্দা রঞ্জিত ওরাং-র ছেলে সম্রাট ওরাং। এদিন নিজের মোটর বাইক নিয়ে কাজের উদ্দেশ্যে আগরতলার দিকে যাচ্ছিল সম্রাট। সূর্যমনিনগর এলাকায় আসতেই ঘটে বিপত্তি। অভিযোগ উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অন্য গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় সম্রাটের বাইকে ধাক্কা দেয়। এতে পরে গিয়ে সম্রাটের মাথা চলে যায় বাসের পেছনের চাকার নিচে। মোটর বাইক পড়ে থাকে রাস্তার মাঝে। সম্রাট ওরাং এর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বাধারঘাট থেকে দমকল কর্মী ও আমতলী থানার পুলিস।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে সম্রাট ওরাং এর পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। তিনি ঘটনার দুঃখ প্রকাশ করে পরিবার পরিজনদের সমবেদনা জানান। এদিকে পুলিস মৃতের বাইক ও ঘাতক বাসটি আটক করেছেন। চালক পলাতক। সম্রাট ওরাং এর পরিবারের পক্ষ থেকে ঘাতক বাস চালকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের
209
previous post