আগরতলা : অবশেষে দুই ভারতীয় দালালকে জালে তুলতে সক্ষম হল আগরতলা সরকারি রেল পুলিস। বি এস এফের সহযোগিতায় দুই দালাল জালে উঠে।মতিনগর গিলা মোরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান ধৃত দুই ভারতীয় দালাল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। একাধিকবার তাদের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ ও সোনামুড়া থানার সহযোগিতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল শহিদুল ইসলাম ও ইউনুস মিয়া। তাদের বাড়ি মতিনগর গিলামোরা এলাকায়। ধৃতরা বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশে সহযোগিতা করতো। বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।অভিযোগ অবৈধ ভাবে অর্থের বিনিময়ে ধৃতরা বাংলাদেশী নাগরিকদের ভারতে প্রবেশে সাহায্য করে আসছিল।
বি এস এফের সহযোগিতায় দুই ভারতীয় দালাল জি আর পি থানার হাতে
185
previous post