আগরতলা : রক্তের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এ ধরণের রক্তদান শিবির। রক্তের কোন বিকল্প নেই। রবিবার রাজধানীর লোকনাথ মন্দিরে রক্তদান শিবিরে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।তিনি বলেন, নির্বাচনের সময় রক্তের সংকট দেখা দেয়। তা পূরণে মুখ্যম্নত্রিয়াহ্বান জানিয়েছেন রক্তদান শিবির করার জন্য।বাবা লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচী নেই লোকনাথ মন্দির। এবছর লোকনাথের ১৪৩ তম তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়েছে। রবিবার মন্দির কমিটির তরফে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কর্পোরেটর রত্না দত্ত,দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ লোকনাথ মন্দির কমিটির সভাপতি-সম্পাদক।রক্তদান শিবির ঘিরে উৎসাহ দেখা যায় রক্তদাতাদের মধ্যে।
লোকনাথ মন্দিরে রক্তদান শিবির
305
previous post