আগরতলা : রবীন্দ্র নাথের ভাবনা,সাহিত্য- সৃষ্টি আগামী প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা-সংগঠন নিচ্ছে।রবিবার ছাত্র সংঘে এক অনুষ্ঠানে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে রাজধানীর কৃষ্ণনগরের ছাত্র সংঘ। রবিবার সংঘের তরফে হয় দিনভর কর্মসূচী। এদিন সকালে হয় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও এদিন রবীন্দ্র সংগীত-নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকালে বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও সংঘের কর্মকর্তারা। শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে ভালো সাড়া পড়ে। ছাত্র সংঘ সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচী নিয়ে থাকে। বর্তমানে এই সংঘের ৬৮ বছর পূর্ণ হয়েছে।
ছাত্র সংঘের রবীন্দ্র জন্মজয়ন্তীতে বিভিন্ন কর্মসূচী
188
previous post