ত্রিপুরা আগরতলা : পরিবহণ শ্রমিকদের কোন সমস্যা হলে খোলামেলা আলোচনার জায়গা রয়েছে। দপ্তর, মন্ত্রী রয়েছে। কিন্তু যানবাহন বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি কোন ভাবেই মেনে নেওয়া হবে না। রাজধানীর রাধানগর স্ট্যান্ডে এক শ্রমিককে মারধর ঘটনা নিয়ে বি এম এসের শ্রমিকদের আন্দোলন নিয়ে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাধানগর স্ট্যান্ডে ২৫ তারিখ রাতে এক শ্রমিককে মারধর করে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে রবিবার যানবাহন চলাচল বন্ধ রেখে পশ্চিম থানা ও মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে এসে বিক্ষোভ দেখান বি এম এসের শ্রমিকরা। এই সমস্যা নিয়ে সোমবার পরিবহণমন্ত্রী অফিসে কক্ষে বৈঠক হয়। রাধানগর স্ট্যান্ডের সোসাইটির দায়িত্ব প্রাপ্ত পদাধিকারি, পশ্চিম জেলার পুলিশ সুপার, ট্রাফিক এসপি, পরিবহণ দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব,পরিবহন কমিশনার, টি আর টি সি চেয়ারম্যান,মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। এনিয়ে মন্ত্রী বলেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবের জন্য সাধারন মানুষ ভোগান্তির শিকার হবে, এটা কোন অবস্থায় মেনে নেওয়া হবে না আগামী দিনে।যারা সমস্যা সৃষ্টি করবে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হবে। শুধু তাই নয়, কথায় কথায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভেরও সমালোচনা করেন তিনি।পাশাপাশি সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এদিন গণ্ডাতুইসা মহকুমায় বিরোধী দলনেতার সন্তান বিক্রির অভিযোগ খণ্ডন করে বলেন, এই অভিযোগ সঠিক নয়। এই অভিযোগ অসত্য ও বিভ্রান্তিমূলক। তিনি জানান জেলা প্রশাসন ঘটনার তদন্ত করে জানিয়েছে অভিযোগ ঠিক নয়।
বিরোধী দলনেতার অভিযোগ সঠিক নয়- সুশান্ত
213
previous post