ত্রিপুরা আগরতলা : নিজের কৃষক বিরোধী মনোভাব থেকে পিছিয়ে যাবার পাত্র যে তিনি নন সেটা লোকসভা নির্বাচনে হেরে গিয়েও বারবার বুঝিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও তাঁর দল।তাঁকে অনুসরণ করে একই পথে একধাপ এগিয়ে চলেছে ত্রিপুরা ট্রিপল ইঞ্জিনের সরকার। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এভাবেই রাজ্যের কৃষকদের সরকার কিভাবে বঞ্চিত করে চলেছে তা তুলে ধরেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। এদিন সংগঠনের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সঙ্গে ছিলেন নেতৃত্ব মতিলাল সরকার, রতন দাস সহ অন্যরা।২১ জুন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সভা হয়েছিল। আলোচনা বিষয় তুলে ধরে পবিত্র কর বলেন রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনছে ২১.৮৩ টাকা দরে(কেজিতে)।যেখানে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক ঘোষণা ২৩ টাকা। এই প্রসঙ্গে তিনি বলেন ‘কেন্দ্রীয় সরকারের ঘোষণা ও রাজ্য সরকারের ঘোষণা দুটোরই রাজ্য কমিটির সম্পাদকমন্ডলির সভা থেকে বিরোধিতা কড়া হয়েছে।তিনি অভিযোগ করে বলেন তৃতীয় দফায় বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ধোঁকা দেয়ার পথেই হাঁটতে শুরু করলেন কিষান নিধি ফাইলে স্বাক্ষর করে।তিনি বলেন এই রাজ্যে ধান কেনার জন্য গতবছর কৃষকসভা ব্লকভিত্তিক ও কিছু উপজাতি এলাকায় ধান কেনার কথা বলেছিলাম।কথা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী করবেন বলে, করেননি,সব দালালদের হাতে ছেড়ে রেখেছেন।
ধানের সহায়কমূল্য সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনায় মুখর কৃষকসভার রাজ্য সম্পাদক রাজ্যের কৃষকদের সরকার বঞ্চিত করে চলেছে—পবিত্র
139