98
আগরতলা : এমবিবি মাঠে অনুশীলনে নেমে পড়লেন বরোদার ক্রিকেটাররা।৬ নভেম্বর থেকে আগরতলার এমবিবি মাঠে শুরু হতে চলেছে বরোদা বনাম ত্রিপুরার রঞ্জি ট্রফি ম্যাচ। ইতিমধ্যে রাজ্যে পৌঁছে গেছে বরোদা দলের তারকা খেলোয়াড় কুনাল পান্ডিয়া সহ দলের অন্যান্য খেলোয়াড়রা। সোমবার আগরতলার এমবিবি মাঠে অনুশীলন করতে দেখা যায় দলের খেলোয়াড়দের। এদিন মাঠে নেটে ঘাম ঝরাতে দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তথা ভারতীয় ক্রিকেট দলের সদস্য কুনাল পান্ডিয়া সহ অন্যান্য খেলোয়াড়দের। বরোদা দল বর্তমানে পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে রয়েছে। এখন দেখার ত্রিপুরাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখতে পারে কিনা বরোদা দলের খেলোয়াড়রা।