ত্রিপুরা আগরতলা : পরিবেশ দূষণ মুক্ত ও সবুজ রাখাই লক্ষ্য। তাই সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারার উপরে রাজ্যের প্রতিটি জেলায় স্কুল পড়ুয়াদের মধ্যে জেলাভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে হয় মডেল প্রদর্শনী। ইতিমধ্যে সাতটি জেলার প্রদর্শনী শেষ হয়ে গেছে। বুধবার পশ্চিম জেলার প্রদর্শনী হয় রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের অফিস ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের তরফে হয় মডেল প্রদর্শনী।এতে ৩০ টি মডেল নিয়ে প্রদর্শনীতে অংশ নেয় খুদে বিজ্ঞানীরা। উপস্থিত ছিলেন পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বিশু কর্মকার সহ অন্যরা।পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি বলেন, প্রতিটি উদ্ভাবনী মডেল। পড়ুয়ারা তাদের উদ্ভাবনী ধারনার মাধ্যমে উচ্চ স্তরে যাবে এবং একদিনে রাজ্য শুধু নয় দেশের মধ্যে সুনাম অর্জন করবে। প্রতিটি জেলাভিত্তিক প্রদর্শনী থেকে ৫ টি করে মডেল বাছাই করা হয়েছে। অচিরেই বাছাই করা মডেল গুলি নিয়ে হবে রাজ্য ভিত্তিক প্রদর্শনী। এদিকে এদিন প্রদর্শনী ঘিরে খুদে বিজ্ঞানীদের মধ্যে বেশ সাড়া পড়ে।
পরিবেশের উপর মডেল নিয়ে প্রদর্শনী
275
previous post