আগরতলা : রাজ্যে বর্তমানে ৮৩ হাজারের অধিক লাখপতি দিদি রয়েছে। মহিলাদের থেকে প্রায় ১৩৭ জনকে টিএসআর-এ নিয়োগ করা হয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করা ১০০ জন ছাত্রীকে স্কুটি প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে। সোমবার বিভিন্ন বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পশ্চিম জেলার বিভিন্ন বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। রাজধানীর খয়েরপুরস্থিত পল্লী মঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব সহ অন্যান্যরা।পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিদ্যাজ্যোতি প্রকল্পের অধিন থাকা ১২৫ টি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মহিলাদের জন্য পিঙ্ক টয়লেটের জন্য বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় ২৩ হাজারে অধিক ছাত্রিকে এইদিন বাইসাইকেল প্রদান করা হয়েছে। এতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ১ লক্ষ টাকা। ইতিমধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও শ্লোগান সার্থক হয়েছে। শিক্ষার প্রসারে রাজ্য সরকার বহুমুখী প্রকল্প বাস্তবায়িত করে যাচ্ছে। তার মধ্যে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম।
রাজ্যে বর্তমানে ৮৩ হাজারের অধিক লাখপতি দিদি রয়েছে—মুখ্যমন্ত্রী
29