আগরতলা : চোরের উৎপাত বাড়ছে রাজধানী সহ বিভিন্ন জায়গায়। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। মাঝে মধ্যে ধরাও পড়ছে চোর। এবার এন সি সি থানার জালে চুরি যাওয়া সামগ্রী সহ তিন চোর। ৯ মে কুঞ্জবন কোয়ার্টার কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটে। কোয়ার্টারের মালিকের অনুপস্থিতিতে এই চুরির ঘটনা সংঘটিত হয়। পরবর্তী সময় কোয়ার্টারের মালিক এনসিসি থানায় মামলা দায়ের করেন। এনসিসি থানার ওসি জানান ঘটনার তদন্তে নেমে চুরির জিনিস সহ তিন চোরকে আটক করা হয়েছে। আনুমানিক ৩ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আকাশ রবি দাস, দীপঙ্কর বনিক ও সুজিত চক্রবর্তী নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।ধারণা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য বের করা সম্ভব হবে।
এন সি সি থানার পুলিস গ্রেপ্তার করলো তিন চোর
116
previous post