১৪ তম ফেডারেশন কাপে স্বর্ণপদক রাজ্যের মেয়ে রীতা নাগের

আগরতলা : ফেডারেশন কাপে রাজ্যের মেয়ের সাফল্য। স্বর্ণ পদক অর্জন করেছেন রীতা নাগ।ইন্ডিয়ান বডি বিল্ডারস ফেডারেশনের উদ্যোগে ১৪ তম ফেডারেশন কাপ হয়েছে লখনৌতে। এতে ত্রিপুরার মেয়ে রীতা নাগ অংশগ্রহণ করে সাফল্যো পায়। রীতা নাগ ত্রিপুরার প্রথম মহিলা বডি বিল্ডার, যিনি এই ফেডারেশন কাপে অংশগ্রহণ করে স্বর্ণ পদক অর্জন করলেন। রবিবার তাকে সংবর্ধনা দেওয়া হয়। আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস এসেসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বডি বিল্ডার দুলাল কর্মকার, সংস্থার সচিব তনয় দাস সহ অন্যরা। সংবর্ধিত হয়ে খুশি পদক জয়ী রীতা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে