ত্রিপুরার রাজারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি জনজাতিদের কল্যাণে- মানিক

আগরতলা : রাজন্য শাসনের সময় থেকে গণতান্ত্রিক দৃষ্টি ভঙ্গি নিয়ে মানুষের স্বার্থে কাজ করার যে কোন প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক দলের অভাব নেই। কিন্তু তারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন শ্লোগান উত্থাপন করেন।শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহিদান দিবসে আলোচনা সভায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার ৫১ তম শহীদান দিবস উপলক্ষে সোমবার এক আলোচনা সভা হয়। স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন জনজাতিদের কল্যাণে যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা রাজারা করেন নি। সেই সময় ত্রিপুরা রাজ্যে জনজাতি অংশের জনগণ বেশি ছিল। তার মধ্যে বেশিরভাগ মানুষ ছিল নিরক্ষর। সেই সময় জনশিক্ষা সমিতি গঠন করা হয়। ১১ থেকে ১২ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়। তারা বেসরকারি উদ্যোগে জনজাতিদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদানের বিষয়ে তুলে ধরতে গিয়ে মানিক সরকার বলেন ১৯৭৫ সালের ৩ মার্চ আইন অমান্য আন্দোলনের ডাক দেয়। বর্তমান শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি তহশিলের সামনে আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন ধনঞ্জয় ত্রিপুরা। এদিন আলোচনাসভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর, রাধাচরণ দেববর্মা, অঘোর দেববর্মা, প্রণব দেববর্মা, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে