আগরতলা : চতুর্দশ দেবতা বাড়িতে খারচি পুজার প্রথমদিনই সেখানে যান তিপ্রা মথার চেয়ারম্যান তথা রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। সোমবার সকালে তিনি মন্দিরে যান। সেখানে নিয়ম রীতি মেনেই পূজা দেন। পড়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ বলেন, খারচি পুজার সময়েই উনার জন্ম হয়েছিল। তিনি বলেন,পরম্পরা ইতিহাস মেনে চলতে হবে। ইতিহাস কখনই ভুলতে নেই। তিনি বলেন, ইতিহাস যেদিন আমরা ভুলে যাব সেদিন ভবিষ্যৎ সমস্যায় পড়বে। ধর্ম ও রাজনীতি এক সঙ্গে করতে চান না। আলাদাই রাখতে চান বলে জানান তিনি।