দক্ষিণাঞ্চলকে হারিয়ে জয়ী পশ্চিমাঞ্চল

আগরতলা : দক্ষিণাঞ্চলকে হারিয়ে জয়ী পশ্চিমাঞ্চল। বিসিসিআই আয়োজিত ভিজ্জি ট্রফি বিশ্ববিদ্যালয় স্তরীয় আন্ত:জোন ক্রিকেটে চ্যাম্পিয়নশিপ এবারই প্রথম হলো ত্রিপুরায়। এটা রাজ্য ক্রিকেট সংস্থ্যার কাছেও বিশাল ব্যাপার। পুরো আয়োজন করলো টিসিএ। অবশেষে রবিবার এমবিবি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পশ্চিমাঞ্চল মুখোমুখি হয় দক্ষিণাঞ্চলের। এমবিবি স্টেডিয়ামে রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে দক্ষিণাঞ্চলকে ৫৬ রানে হারিয়ে পশ্চিমাঞ্চল দল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে ।ম্যাচের পর মাঠেই হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন টিসি এর সভাপতি তপন লোধ ,কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারা।এই আসর আয়োজন করায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন প্রশংসা কুড়িয়েছে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল