28
আগরতলা : সনাতন ধর্ম এবং সংস্কৃতি অনেক প্রাচীন। এটাকে বর্তমান ও আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। ভারতবর্ষের সনাতন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম। এই ধর্মের প্রসার করা সকলের দায়িত্ব। নিজেদের ধর্ম ও সংস্কৃতিকে আরও বেশি শক্তিশালী করতে হবে।বুধবার এক অনুষ্ঠানে একথা বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলকাব্য ও পুঁথি-পাঁচালী পাঠ উৎসব হয়। বনকুমারী সমর স্মৃতি ভবনে হয় এই উৎসব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।অনুষ্ঠানকে ঘিরে ভালো সাড়া পড়ে।