ব্রিটিশ তল্পিবাহকদের হাতেই তৃতীয় বারের মতো ক্ষমতা এসেছে দেশে—মানিক

CPIM state leaders attend Hall Sabha at Agartala Town Hall 3

আগরতলা : ক্ষমতাসীনরা দিশেহারা তাই আন্দোলন, প্রতিবাদ সহ্য করতে পারছে না।নিজেদের ব্যর্থতা ও জনগণের কাছে জবাবদিহি করার ভয়ে ক্ষমতাসীনরা জয়পুরে পার্টির সভায় আক্রমণ সংগঠিত করেছে। যেখানে আক্রমণ সংগঠিত হয়েছে সেখানেই আবার সভা হবে।শুক্রবার আসগ্রতলা টাউন হলে বীরাঙ্গনা শহীদ কুমারী,মধূতী ও রূপশ্রীর ৭৭তম শহীদান দিবসে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এই মন্তব্য করে বলেন, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন করে সংঘবদ্ধ প্রতিবাদে নামার শপথ নিতে হবে। তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতায় বসেছে মানুষকে ভুল বুঝিয়ে।এখন মানুষ তার ভুল বুঝতে পেরেছে, সেই জন্যই মানুষের পাশে যেতে হবে, ২০২৮ সালের জন্য যারা বসে আছেন তারা ভুল করছেন। মানিক সরকার বলেন আর এস এস – বিজেপি সরকার সারা দেশের ইতিহাস পাল্টে ফেলে নতুন করে ইতিহাস লিখতে চাইছে তাকে প্রতিরোধ করে নতুন ইতিহাস লিখতে হবে। তিনি বলেন যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, যারা সংবিধান মানেনা, যারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত মানতে চায়নি এই ব্রিটিশ তল্পিবাহকদের হাতেই তৃতীয় বারের মতো ক্ষমতা এসেছে, এখান থেকেই এদের সরাতে হবে।এদিনের হলসভায় উপস্থিত হিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, নারী নেত্রী রমা দাস, স্বপ্না দত্ত, সিপিএম নেতা মানিক দে, তপন চক্রবর্তী, রাধা চরণ দেববর্মা সহ অন্যরা।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়