ইদে চাহিদা মেটাতে সেমাই তৈরিতে ব্যস্ত শ্রমিকরা

আগরতলা : আর দুইদিন। এর পরেই মুসলিম ধর্মাবলম্বিদের খুশির ইদ। এক মাস রোজা শেষে এই খুশির ইদ পালন করে থাকেন মুসলিম ধর্মাবলম্বি লোকজন। মুসলিম ধর্মাবলম্বিদের প্রধান উৎসব হল ইদ উল ফিতর ও ইদ- উজ জোহা। ঈদকে কেন্দ্র করে এক মাস ব্যাপী রমজান মাস হিসেবে পালন করে থাকে মুসলিম ধর্মাবলম্বীরা। এক মাস রোজা রাখার পর খুশির ঈদের আনন্দে মেতে উঠে তারা। এই উৎসবে তাদের ঘরে ঘরে তৈরি হয় সেমাই পিঠেপুলি।বিভিন্ন ধরনের সেমাই দিয়ে তারা তাদের রমজান মাস পালন করে থাকে। ঈদকে সামনে রেখে আগরতলার বাইপাস এলাকার এক কোম্পানিতে তৈরি করা হচ্ছে সেমাই। কোম্পানিতে কর্মরত কর্মীরা বর্তমানে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। এবছর সেমাইয়ের চাহিদা রয়েছে। তাই উৎপাদনও বাড়ানো হয়েছে বলে জানান সংস্থার ম্যানেজার।

Related posts

CM stresses school-level awareness to combat HIV cases

শ্রেণিকক্ষেই দেশের ভবিষ্যৎ নির্মিত হয়: বিদ্যুৎ মন্ত্রী

এইচআইভি/ এইডস মোকাবিলায় আরো স্ক্রিনিং বৃদ্ধি করতে হবে: মুখ্যমন্ত্রী