বাংলা নববর্ষকে সামনে রেখে রাজধানীতে হালখাতা নিয়ে বসেছেন দোকানীরা

আগরতলা : আধুনিকতার ছোঁয়ায় হাইটেকের যুগেও হারিয়ে যায় ব্যবসায়ীদের হিসেব রাখার হাল খাতার রীতি। বাংলা নতুন বছরের প্রথমদিন দোকানে দোকানে হাল খাতা খোলা হয়। প্রতিবছরের মতো এবারো দোকানে দোকানে হাল খাতা নিয়ে বসেছেন। ব্যবসায়ীরা জানান এখনও একাংশ ব্যবসায়ী হাল খাতার রীতি চালু রেখেছেন। বাংলা নব বর্ষের প্রথম দিন দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল খাতায় লিপিবদ্ধ করা হয়। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে হিসাবের নতুন খাতা খোলেন। বাংলা নব বর্ষের প্রথম দিন দোকানে দোকানে হাল খাতা খোলা হয় লক্ষ্মি নারায়ণ বাড়িতে হাল খাতার যাত্রা করে। অন্যান্য বছরের ন্যায় এই বছরও বিভিন্ন দোকানে হাল খাতা সাজিয়ে বসেছেন দোকানদাররা। এক ব্যবসায়ী জানান বর্তমান আধুনিক যুগে কম্পিউটারে সবকিছু হিসাব নিকাস করা হয়ে থাকে। তারপরও হাল খাতা যাত্রা করা হয়। এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন অনেকে।

 

Related posts

মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন চাকরিপ্রত্যাশীদের অপেক্ষামান তালিকা প্রকাশের

প্রয়াত প্রাক্তন এম ডি সি নির্মল চন্দ্র দাস

ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনায় রাজীব- বিপ্লব