বাংলা নববর্ষে দুঃস্থদের মধ্যে অন্ন সেবার আয়োজন করে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন

IMG 20250415 140817

আগরতলা : সাধ ও সাধ্যের মধ্যে বাঙালীর ঘরে ঘরে নববর্ষের দিনে চলে ভুরিভোজের আয়োজন। কিন্তু সকলের ভাগ্যে এদিন ভালো রান্না করে কাহয়া হয়ে উঠে না। কারণ তাদের মধ্যে অনেকের ঘরবাড়িও নেই। এই অবস্থায় নববর্ষের প্রথম দিন দুঃস্থদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করে থাকে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন। প্রতিবছরের মতো এবারো সেই আয়োজনে খামতি রাখেনি সংগঠন। মঙ্গলবার রাজধানী কলেজটিলা এলাকায় একটি রেস্তোরাঁয় দুঃস্থ লোকজনের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে। সংগঠনের কর্মকর্তারা নিজেরা হাতে দুঃস্থ লোকজনের মধ্যে খাবার পরিবেশন করেন। শুধু খাবার নয় বস্ত্রও বিলি করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী সম্পাদক ডক্টর সুজিত রায়, বিশিষ্ট ব্যবসায়ী প্রাণ গোপাল সাহা সহ অন্যান্যরা l

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়