রাজধানীতে প্রকাশ্যে অটোরিক্সায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে অভব্যতার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা : রাজধানীতে প্রকাশ্যে অটোরিক্সায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে অভব্যতার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। ধৃত যুবক আগরতলায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করে। তার বাড়ি গোমতী জেলায়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। তার জামিনের আবেদন নাকচ করে আদালত। জানা যায় বুধবার জিবি থেকে বটতলা যাওয়ার সময় যাত্রীবাহী অটোতে এক ছাত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করে এক ব্যক্তি। যাত্রী বাহী অটোতে অশ্লীল অঙ্গভঙ্গি করে। তা ছাত্রীটি মোবাইলে রেকর্ড করে সামাজিক মাধ্যমে পোস্ট করে। মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। পরবর্তী সময় ছাত্রী পশ্চিম মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নজরে আসে মুখ্যমন্ত্রীর। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য। যথারীতি পুলিশ ঘটনার তদন্তে নামে। যথারীতি বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিস। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা নেওয়া হয়েছে। ধৃতের নাম শ্যামল দাস। তার বাড়ি গোমতী জেলায়। এই ঘটনায় শহরে মহিলা- যুবতীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার নিন্দায় সরব হন বিভিন্ন মহল।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল