কেশব সংঘকে ৪-২ গোলে পরাজয় করেন বিবেকানন্দ ক্লাব

আগরতলা : টি.এফ.এ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল লিগ প্রতিযোগিতায় সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বিবেকানন্দ ক্লাব ও কেশব সংঘ। ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে কেশব সংঘ কে পরাজিত করে এবছর লিগ পর্বের খেলা শেষ করলো বিবেকান্দ ক্লাব। লিগে বিবেকানন্দ ক্লাব à§« ম্যাচে ৪ টি ম্যাচে জয় ও à§§ টি ম্যাচে পরাজিত হয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে এলো। অন্যদিকে বি-গ্রুপেই à§© ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্কাইলার্ক। তবে স্কাইলার্ক লিগ পর্বে আরো দুটি ম্যাচ খেলতে নামবে ইউ.বি.এস.টি ও আমরা ক’জনার বিরুদ্ধে। এখন বিবেকানন্দ ক্লাব কে গ্রুপ চ্যাষ্পিয়ন হয়ে ফাইনালে যাওয়ার জন্য তাকিয়ে থাকতে হবে স্কাইলার্ক এর বাকি দু’টি ম্যাচের দিকে।

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়