নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের

আগরতলা : ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দল দেখা করেন আগরতলা হলিক্রস স্কুলের অধ্যক্ষের সঙ্গে। ৪ জনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। অভিযোগ এবছর আগরতলা হলিক্রস স্কুলে নির্ধারিত সময়ের আগে সাম্মাসিক পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে। এমনই অভিযোগ জানিয়েছেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এই ঘটনার বিষয়ে জানার পর মঙ্গলবার ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগরতলা হলিক্রস স্কুলে গিয়ে অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন এবং এসব বিষয়ে কথা বলেন। প্রতিনিধি দলের এক সদস্যা জানান হলিক্রস স্কুলের অধ্যক্ষ আশ্বাস দিয়েছেন নির্ধারিত সময়ের আগে কোন ধরনের পরীক্ষা নেওয়া হবে না। এখন দেখার আগামীতে আশ্বাস মতো নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয় কিনা। কারণ আগে পরীক্ষা নিলে পড়ুয়াদের মধ্যে মানসিক চাপ বাড়ে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM