মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে বামুটিয়ায় গোমতী ডাইরি প্ল্যান্ট-টুর উদ্বোধন

আগরতলা : এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে সদর উত্তরের বামুটিয়ায় গোমতী ডাইরি প্ল্যান্ট-টুর উদ্বোধন হয় শনিবার। বামুটিয়ার কালী বাজারে গোমতী ডাইরির বৃহৎ দ্বিতীয় ইউনিট খোলা হয়। এদিন এর উদ্বোধন হয় মৎস্য, পশুপালন মন্ত্রকের মন্ত্রী রাজীব রঞ্জন সিং, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, গোমতী ডাইরির চেয়ারম্যান রতন ঘোষ, বিধায়িকা মিনা রানী সরকার সহ বিশিষ্টজনেরা। এটি ৪০ হাজার লিটার ইউনিট সম্পন্ন এই প্ল্যান্ট। উত্তর- পূর্বাঞ্চলে দুধের ডাইরির সবচেয়ে বড় ইউনিট এটি। এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, -মাছ- মাংস, ডিম দুধ উৎপাদনে রাজ্য যাতে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছেন দপ্তরের মন্ত্রী ও কর্মচারীরা। ডিম, মাংসে উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন কর্মসূচীও গ্রহণ করেছে। সেগুলি রুপায়নের চেষ্টা চলছে।রাজ্যে কৃষি উদ্যান জাত ফসল যারা উৎপাদন করেন তাদের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের আরেকটা লক্ষ্য থাকবে প্রাণী সম্পদের বিকাশ ঘটে। বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের আকৃষ্ট করার উপরে জোর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন তবেই মাছ- মাংস ও দুধের চাহিদা পূরণে দপ্তরগুলি গুরুত্বপূরণ ভূমিকা নেবে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি