যুব কংগ্রেস নেতা শাহজাহানের বাড়িতে বিজেপি দুর্বৃত্তদের হামলার ঘটনার নিন্দা জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

আগরতলা : রাজধানীতে যুব কংগ্রেস নেতা শাহজাহানের বাড়িতে বিজেপি দুর্বৃত্তদের হামলার ঘটনার নিন্দা জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে সভাপতি আশিস কুমার সাহা জানান, যুব নেতার পরিবার হুমকির মুখে বর্তমানে। পুলিস যুব নেতার পরিবারের সদস্যদের থানায় নিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি জানান আক্রান্ত পরিবারের তরফে মামলা করা হবে। তবে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যে স্পষ্ট ব্যক্তিগতভাবে হলেও যুব কংগ্রেস নেতা শাহজাহানের বিতর্কিত মন্তব্যে অশালীন শব্দকে যে কংগ্রেস দল সমর্থন করছে না। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। রবিয়াব্র রাতের অনভিপ্রেত ঘটনা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে আশিস কুমার সাহা বলেন, দল যুব কংগ্রেস নেতা শাহজাহানকে সতর্ক করবে। তিনি বলেন কংগ্রেস দল কোন সময় সমর্থন করে না অশালীন কুরুচিকর, নীতি আদর্শের পরিপন্থী মন্তব্যের। তিনি বলেন শাহজাহানের বক্তব্যে যদি কোন অপরাধ হয়ে থাকে তাহলে প্রশাসন পদক্ষেপ নিতে পারেন প্রশাসনিক ভাবে। তবে রবিবার রাতে শাহজাহানের বাড়িতে হামলার নিন্দা করেছেন। পাশাপাশি দাবি করেছেন মুখ্যমন্ত্রী যাতে পদক্ষেপ নেয়। আশিস বাবু জানান, শাহজাহানের পরিবারের তরফে মামলা হবে হামলার ঘটনা নিয়ে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি