যুব কংগ্রেস নেতার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ

আগরতলা : ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার সংগঠনের তরফে ৬ জনের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুব সংগঠনের সভাপতি নীল কমল সাহা। তাদের অভিযোগ রাজধানীর শান্তিপাড়া এলাকার বাসিন্দা যুব কংগ্রেস নেতা শাহজাহানের স্ত্রী- সন্তান সহ মাকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে।

আরও অভিযোগ প্রানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি এলাকার সংখ্যালঘু পরিবারগুলিকেও হুমকি দেওয়া হচ্ছে। যা কিনা মানবাধিকার লঙ্ঘনের শামিল।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুরাহা চেয়ে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেয় সংগঠন।

Related posts

চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা

কিশোর বর্মণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজভবনে

চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক