নিয়ম প্রথা মেনে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির সম্পন্ন জগন্নাথের স্নান যাত্রা

আগরতলা : নিয়ম প্রথা মেনে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির সম্পন্ন জগন্নাথের স্নান যাত্রা। জগন্নাথের স্নান যাত্রা ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ। ১৫ দিন পরে হবে রথযাত্রা উৎসব। সেই মোতাবেক এদিন হয় জগন্নাথের স্নান যাত্রা। এদিন জগন্নাথের স্নান যাত্রায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে। জগন্নাথ জিও মন্দির ছাড়াও এইদিন রাজধানীর ইস্কন মন্দিরের উদ্যোগেও জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষ্যে এইদিন জগন্নাথ জিও মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। সকাল থেকে চলে পূজার্চনা। তারপর জগন্নাথ দেবকে স্থান করানো হয়। এদিন ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিলি করা হয়।

Related posts

চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা

কিশোর বর্মণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজভবনে

চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক