131
আগরতলা : নিয়ম প্রথা মেনে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির সম্পন্ন জগন্নাথের স্নান যাত্রা। জগন্নাথের স্নান যাত্রা ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ। ১৫ দিন পরে হবে রথযাত্রা উৎসব। সেই মোতাবেক এদিন হয় জগন্নাথের স্নান যাত্রা। এদিন জগন্নাথের স্নান যাত্রায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে। জগন্নাথ জিও মন্দির ছাড়াও এইদিন রাজধানীর ইস্কন মন্দিরের উদ্যোগেও জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষ্যে এইদিন জগন্নাথ জিও মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। সকাল থেকে চলে পূজার্চনা। তারপর জগন্নাথ দেবকে স্থান করানো হয়। এদিন ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিলি করা হয়।