রাজ্যের ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা এবছর শুরু হচ্ছে ৩ জুলাই

আগরতলা : রাজ্যের ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা এবছর শুরু হচ্ছে ৩ জুলাই। এখন শুরু হয়ে গেছে প্রস্তুতি।বৃহস্পতিবারও একটি প্রস্তুতি কমিটির বৈঠক হয় ব্লক অফিসে খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়িতে সাতদিন ব্যাপী খারচি পূজা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন এলাকার বিধায়ক তথা খার্চি পূজা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে রতনবাবু ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্না রানী দাস সহ অন্যান্যরা। বিধায়ক জানান এবছর  খার্চি পূজা অপারেশন সিঁদুর থিমের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে। ৩ জুলাই  খার্চি পূজা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যরা। ৯ জুলাই সমাপ্তি দিনে উপস্থিত থাকতে পারেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এবছরের মেলাকে নেশা মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কোন ধরনের নাচ গান বা জুয়ার আসর বসতে দেওয়া হবে না বলেও  সাংবাদিক সম্মেলনে জানান রতন বাবু। প্লাস্টিক মুক্ত রাখার ব্যবস্থা করা হবে মেলা প্রাঙ্গণ। মেলায় যেন কোন ধরনের বাসী খাবার বিক্রি করা না হয় সেদিকে নজর রাখতে থাকবে ফুড সেফটি ভ্যান। তাছাড়া এই মেলাকে ঘিরে দিব্যাং বাচ্চাদের উৎসাহিত করতে সহায়তা করা হবে। কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা কড়া হবে। পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে রতনবাবু জানায় ইতিমধ্যেই চতুর্দশ দেবতা বাড়ি পরিচালনার জন্য যেন একটি ট্রাস্ট গঠন করা হয় সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। চতুর্দশ দেবতা বাড়িও মাতাবাড়ির মত নবরূপে সাজিয়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।মেলাকে ঘিরে দর্শনার্থীদের সুবিধার্থে স্পেশাল বাস চলাচলের ব্যবস্থা থাকবে থাকবে স্পেশাল ট্রেনের ব্যবস্থাও।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল