বন্যার ত্রান দেওয়া থেকে সার প্রদান সমস্ত জায়গায় দলবাজি ও দুর্নীতি—কৃষকসভার নেতৃত্ব

আগরতলা : কৃষকদের উন্নয়ন শুধুমাত্র বক্তৃতায়,আর কৃষক রথ যাত্রায়। বাস্তবে চলছে দুর্নীতি ও দলবাজি। বন্যার ত্রান দেওয়া থেকে সার প্রদান সমস্ত জায়গায় দলবাজি ও দুর্নীতিতে কৃষকদের প্রান বেরিয়ে যাবার উপক্রম হয়েছে। আর কৃষিমন্ত্রী ফটো সেশনে ব্যস্ত। বৃহস্পতিবার আগরতলা কৃষক ভবনে এক সাংবাদিক সম্মেলনে এভাবেই সরকারকে তুলোধুনো করলেন রাজ্য কৃষক সভার সম্পাদক পবিত্র কর। তিনি বলেন ইতোমধ্যে প্রায় পাঁচশর ওপর সাংগঠনিক কার্যক্রমে হয়েছে, সদস্যপদ সংগ্ৰহকে সামনে রেখে, কৃষকদের সরাসরি বক্তব্য থেকে উঠে এসেছে এই দুর্বিসহ অবস্থার কথা। তিনি বলেন,২৪ সালের বন্যায় ২লাখ ৮৯ হাজার ৩৪১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন । পবিত্র কর বলেন বৃহস্পতিবার সংগঠনের কার্যকরী সভায হয়। এতে আটটি জেলা থেকেই প্রতিনিধিরা আজ সব বলেছেন। তিনি বলেন শুধু দলীয় মানুষের চিহ্নিত করে এই সাহায্য দেয়া হয়েছে, যার পুকুর নেই সেও পুকুরে মাছ চাষের সাহায্য পেয়েছেন এমনও হয়েছে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM