শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে ২২২ জনের হাতে অফার তুলে দেওয়া হল

আগরতলা : শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে ২২২ জনের হাতে অফার তুলে দেওয়া হল শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী অফার বিলি করেন। বিদ্যালয় শিক্ষা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন পদে অফার বণ্টন করা হয় শুক্রবার। এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে নিয়োগপ্রাপ্তদের হাতে অফার তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে দুই দপ্তরে ২২২ জনকে অফার দেওয়া হয়। এর মধ্যে ১০৭ জন লাইব্রেরিয়ান, এলডিসি- ১৫ জন গ্রুপ- ডি- দুইজন ও এম টি এস – ৯৮ জন।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ট্রান্সফারেন্সির মাধ্যমে কিভাবে চাকরি দেওয়া যায় ত্রিপুরা সরকার একটা দৃষ্টান্ত বিগত কয়েক বছর ধরে রেখেছে। অফার প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কাজে যোগদানের পর কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচী কিভাবে বাস্তবায়িত করা সেদিকে মনোযোগ দিয়ে বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের কাজে আসবে। বিভিন্ন সরকারি দপ্তরে থাকা শুন্যপদ গুলি পূর্ণ করার জন্য পুরদ্মে চেষ্টা করা হচ্ছে।মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, প্রতিটি মহকুমায় বিজ্ঞান ও ইংরেজির কোচিং সেন্টার চালু করা হবে। ইতি মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।ভালো শিক্ষকরা কোচিং দেবেন। এতে করে প্রাইভেট টিউশনি কমে যাবে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল