নিজ কেন্দ্রে বাড়ি বাড়ি লিফলেট বিলিতে বিধায়ক গোপাল

আগরতলা : মূল্যবৃদ্ধি,বেকারত্ব থেকে নারী নির্যাতন- কোন কিছুই শোনা যায়নি ১১ বছরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে। এমনকি মন কি বাতে শোনা যায়নি সামাজিক অবিচার, এস.টি,এস.সি,ও.বি.সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযন্ত্রণার কথা। তাই এসব মানুষের সামনে নিয়ে যেতে দেশ ব্যাপী কর্মসূচী শুরু করেছে এ আই সি সি। রাজ্যেও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ঘর চলো অভিযান শুরু ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। বৃহস্পতিবার বনমালিপুর নিজ কেন্দ্রে বাড়ি বাড়ি জানা বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় নেতা- কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করলেন গোপাল বাবু। উনার সঙ্গে ছিলেন প্রশান সেন চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

Related posts

চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা

কিশোর বর্মণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজভবনে

চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক